"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Half-Tourist

এমন মানুষ যে কিনা এক দেশ থেকে অন্য দেশে অথবা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে বেড়ায়। তবে তা শুধুমাত্রই ভ্রমণের উদ্দেশ্যে নয় বরং সে যেদেশেই যাক না কেন, বেশ কিছুটা সময় যাবৎ ঐ স্থানে অবস্থান করে উপার্জনক্ষম কাজ করে। এখানে পুরোপুরি উক্ত স্থানে বসবাসের অভিজ্ঞতা নেওয়ার ব্যাপার থাকতে পারে। 

Definition 1 :

একদেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানোর পাশাপাশি distance working করা ভ্রমণপিপাসু মানুষ। 

Definition 2:

ভৌগলিক অবস্থান বা পরিস্থিতি পরিবর্তন করে কাজ করার জন্য ভ্রমন এবং কাজ একসাথে করাকে হাফ-টুরিজম বলে, আর যারা ভ্রমণ করে তাদের বলে Half-tourist.  

English Definition: 

Cambridge Dictionary অনুযায়ী -

“someone who travels to a different city or country and spends part of the time working remotely while they are there.” 

বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। আবার ভ্রমনের পাশাপাশি সেখানে থেকে কাজ করা আরো লোভনীয় একটি ব্যাপার। অনলাইনভিত্তিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবার কল্যানে বর্তমানে দূরে থেকেও কাজ করার সুযোগ উপলব্ধ হয়েছে।

একারণে অন্যকোনো দেশ বা মহাদেশে অস্থায়ীভাবে বসবাসের পাশাপাশি কাজ করা সম্ভব হচ্ছে। এভাবে ঘুরার পাশাপাশি কাজ করার কারণে তাদের হাফ-ট্যুরিস্ট বলে। কেনোনা তারা শুধুমাত্র ঘুরতে সেই দেশে যায় নি, বরং সেই দেশে বসবাসের পাশাপাশি কাজ করে যাচ্ছে। অর্থাৎ, পরিপূর্ণভাবে ট্যুরিস্টের মতো না হয়ে অর্ধেক ট্যুরিস্ট বা হাফ-ট্যুরিস্ট। সময়ের সাথে এই ধরনের কাজের চর্চা বৈশ্বিকভাবে বাড়ছে।        

Use in a Sentence

  • Ron has been a half tourist throughout his life. (রন সারাজীবন হাফ ট্যুরিস্ট হিসাবে কাটিয়ে দিল।)
  • Half tourist life can be full of uncertainties. (হাফ ট্যুরিস্ট জীবন বেশ অনিশ্চয়তার হতে পারে।)
Share it: