শহর বা স্বাভাবিক জনবসতি থেকে দূরবর্তী কোন স্থানে জনবসতি স্থাপন করাকে isolated settlement বোঝানো হয়। স্বাভাবিকভাবেই এধরনের জনবিচ্ছিন্ন মানববসতিতে যাতায়াত, বাজার, শিক্ষা, চিকিৎসা সহ নানা ধরনের নাগরিক সুযোগ-সুবিধার অভাব থাকে।
এধরনের settlement সাধারণত প্রত্যন্ত অঞ্চলে করা হয়ে থাকে, যেখানে চাষাবাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জমি থাকে সেখানে অবস্থানরত মানুষের জন্য। এই জনবিচ্ছিন্ন জনবসতির আশেপাশে সাধারণত অন্য কোন জনবসতি থাকে না কিংবা থাকলেও তা ২-৩টি পরিবারের বেশি না।
প্রত্যন্ত অঞ্চলে কম নাগরিক সুবিধা আছে বা সুযোগ-সুবিধা নেই এমন কোন স্থানে প্রধানত জনপদ স্থাপনের গোড়াপত্তন হিসেবে কৃষিজমি নির্ভর জনবসতি স্থাপন করাকে isolated settlement বলা হয়ে থাকে।
Socialsci libretexts org অনুযায়ী, “The form consists of separate farmsteads scattered throughout the area in which farmers live on individual farms isolated from neighbors rather than alongside other farmers in settlements.”
মূলত প্রত্যন্ত অঞ্চলে এধরনের জনবসতি স্থাপনের মাধ্যমে সেই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি এবং লোকালয়ের বলয় সম্প্রসারন প্রক্রিয়ার গোড়াপত্তন করা হয়ে থাকে।