Glee শব্দটির অর্থ আনন্দ বা উল্লাস। আনন্দদায়ক বা ভালো কোনো কিছুর প্রত্যাশায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিড বারবার রিফ্রেশ (refresh) করাকে বোঝাতে gleefreshing শব্দটি ব্যবহৃত হয়।
নেতিবাচক তথ্য বা সংবাদে ভরে যাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিডে স্ক্রল করার কাজ ডুমস্ক্রলিং (Doomscrolling) এর বিপরীত অর্থ প্রকাশ করা গ্লিফ্রেশ (Gleefresh) এর অর্থই হচ্ছে ইতিবাচক সংবাদ বা তথ্যের আশায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিড রিফ্রেশ করা।
সুখবর বা আনন্দদায়ক কোনো তথ্য প্রাপ্তির আশায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিড রিফ্রেশ করাকে Gleefreshing শব্দের মাধ্যমে বোঝানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিড রিফ্রেশ করে ইতিবাচক সংবাদ বা তথ্য প্রাপ্তির মাধ্যমে আনন্দ উপভোগ করাকে বোঝানো হয়।
Beyondwordplay dot com অনুযায়ী, “refreshing one’s timeline can sometimes be a gleefully refreshing experience.”
Doomscrolling শব্দটির বিপরীত অর্থ প্রকাশে Gleefreshing শব্দটি ব্যবহৃত হতে শুরু করে।
অনেকটা লম্বা সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিডে আসতে থাকা negative বা নেতিবাচক, হতাশার জন্ম দেয় এমন ধরনের তথ্য দেখার আচরণকে Doomscrolling শব্দটি দিয়ে প্রকাশ করা হয়।