Extractive Tourism বলতে এমন পর্যটনকে বুঝায় যা প্রকৃতি থেকে প্রাণ নিংড়ে নিচ্ছে।
"Extractive" এর অর্থ হল "নিষ্কাশনক্ষম" এবং "Tourism" মানে হচ্ছে “পর্যটন”। কোন ছুটির দিনে ধারণক্ষমতার তুলনায় অনেক গুণ মানুষ কোন স্থানে ভ্রমণের উদ্দেশ্যে গেলে যে অবস্থার সৃষ্টি হয় যাতে স্থানীয় মানুষের জীবনযাপন ব্যবহত হয় বা অসম্ভব হয়ে ওঠে তাকেই "Extraction tourism" বলা হচ্ছে।
কোন পর্যটনস্থলে ভ্রমণপ্রিয় মানুষের ভিড় অত্যাধিক হলে তা সেখানকার স্থানীয় মানুষ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব বিস্তার করে এটিই Extractive Tourism.
ক্যামব্রিজ ডিকশনারির মতে, “The situation when too many people visit a place on holiday, so that life is made difficult or impossible for the people who live there.”
এক্সট্রাক্টিভ ট্যুরিজম যেখানে পর্যটনকেন্দ্র, সেখানকার পরিবেশে-প্রকৃতির উপর ক্ষতিকর প্রভাব ফেলে স্থানীয় মানুষদের প্রাত্যহিক জীবন এবং জীবিকার উপর নেতিবাচক ভূমিকা ফেলে।
Sustainable tourism অন্যদিকে পর্যটনকেন্দ্রের পরিবেশ-প্রকৃতির ক্ষতিসাধন না করে, ঐ অঞ্চলের দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা মাথায় রেখে, সেখানকার মানুষের জীবন-জীবিকার মান উন্নয়ন করার উদ্দেশ্যে করা পরিকল্পিত উন্নয়নমূলক কাজ করে। যা মূলত পর্যটনকেন্দ্র, স্থানীয় মানুষ, ভূমিরূপ- পরিবেশের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে।