Definition (1):
একটি প্রাতিষ্ঠানিক কাঠামো যেখানে বিভাগগুলো অঞ্চল বা ভৌগলিক অবস্থানের ভিত্তিতে বিভক্ত করা হয় তাকে Territorial Structure বা আঞ্চলিক কাঠামো বলা হয়।
Definition (2):
যেসব ব্যবসাগুলো তাদের অবস্থানের ভিত্তিতে তাদের বিভাগগুলো বিভক্ত করে সেগুলো আঞ্চলিক কাঠামো ব্যবহার করছে।
যখন স্থানীয় পরিস্থিতি, বাজার, বা সম্পদের সাথে সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ, তখন অঞ্চলের ভিত্তিতে কর্তব্য বা দায়িত্ব স্থির করা সুবিধাজনক। সাধারণতঃ পণ্যসামগ্রী কোম্পানী, পরিবহন কোম্পানী প্রভৃতি অঞ্চলের ভিত্তিতে গঠিত হয়ে থাকে।
Definition in English:
“An organization structure in which units are divided on the basis of territory or geographical region.”- Steven J. Skinner & John M. Ivancevich
Use of the term in Sentences: