Definition (1):
একটি ব্যবসায় করণীয় কাজের সুবিন্যস্তকরণ বা ব্যবস্থাকে Organization Structure বা প্রাতিষ্ঠানিক কাঠামো বলা হয়।
Definition (2):
প্রাতিষ্ঠানিক কাঠামো হলো একটি ব্যবস্থা যা একটি প্রতিষ্ঠানের লক্ষ্যসমূহ অর্জনের জন্য নির্দিষ্ট কার্যাবলী কিভাবে নির্দেশিত হবে সেই রূপরেখা প্রদান করে। এই কার্যাবলীর মধ্যে নিয়মকানুন, দায়িত্ব এবং কর্তব্যসমূহ থাকতে পারে।
Definition (3):
একটি ব্যবস্থা যা একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি শ্রেণীবিন্যাস সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয় তাকে প্রাতিষ্ঠানিক কাঠামো বলে।
Definition in English:
“The arrangement of work to be done in a business.”- Steven J. Skinner & John M. Ivancevich
Use of the term in Sentences: