"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Functional Structure in Bengali

Definition (1):

একটি কাঠামো যেখানে প্রত্যেক বিভাগের একটি ভিন্ন কাজ বা দায়িত্বের ধারা আছে তাকে Functional Structure বা কার্যকরী কাঠামো বলা হয়।

Definition (2):

কার্যকরী কাঠামো হলো সবচেয়ে সাধারণ প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর মধ্যে অন্যতম। এই কাঠামোর অধীনে, প্রতিষ্ঠানটি কর্মচারীদেরকে একটি বিশেষত্য বা একই ধরনের কাজ বা দায়িত্বের ভিত্তিতে বিভক্ত করে থাকে।

Definition (3):

একটি প্রাতিষ্ঠানিক কাঠামো যেখানে কার্যাবলী, কাজ এবং আনুষ্ঠানিক সমন্বয় অনুসারে বিভিন্ন বিভাগে শ্রেণীবদ্ধ করা হয় তাকে কার্যকরী কাঠামো বলে।

Definition in English:

“A structure in which each unit or department has a different set of activities and responsibilities.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The company is still working on its functional structure.
  • You have to define the functional structure of this company before expanding it.

 

Share it: