Definition (1):
Suicidal behavior বা আত্মহত্যাসূচক আচরণের মধ্যে পড়ে আত্মহত্যাসূচক ধারণা করা (অনবরত নিজের জীবনকে শেষ করে দেয়ার ভাবনা আসা), আত্মহত্যার চেষ্টা করা (নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা করার বাস্তব ঘটনা), এবং সম্পূর্ণ আত্মহত্যা (মৃত্যু সংঘটিত হওয়া) ।
আত্মহত্যাসূচক আচরণ প্রায়শই অতিরিক্ত নিরাশা, হতাশা, বা আত্ম-বিধ্বংসী আচরণসমূহের সাথে সম্পর্কিত বা জড়িত।
Definition in English:
”Suicidal behavior includes suicidal ideation (frequent thoughts of ending one's life), suicide attempts (the actual event of trying to kill one's self), and completed suicide (death occurs).”
Use of the term in Sentences: