Merchant Wholesaler কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা

Merchant Wholesaler কাকে বলে?

Definition (1):

একজন বাজারজাতকরণ মধ্যস্থতাকারী যে দ্রব্যসমূহের মালিকানা এবং মালিকানার সাথে সংযুক্ত ঝুঁকিসমূহ নেয় তাকে Merchant Wholesaler বা ব্যবসায়ী পাইকার বলা হয়।

Definition (2):

ব্যবসায়ী পাইকার হলো উৎপাদনকারী এবং খুচরা বিক্রেতার মধ্যেকার মধ্যস্থতাকারী।

Definition (3):

ব্যবসায়ী পাইকাররা উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি দ্রব্যসমূহ ক্রয় করে এবং দ্রব্যসমূহকে সংরক্ষণ সুবিধাসমূহ যা হতে পারে গুদাম বা উঠান পর্যন্ত পরিবহণ করে।

Definition in English:

“A marketing intermediary that takes ownership of goods and the risks associated with ownership.”

Use of the term in Sentences:

  • The company to which we went yesterday is a merchant wholesaler.
  • Are you thinking of becoming a merchant wholesaler?