"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Retailing in Bengali

Retailing কাকে বলে?

Definition (1):

ব্যক্তিগত এবং গৃহস্থালীর ব্যবহারের জন্য পণ্যসমূহ চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রয় করার উদ্দেশ্যে যে বাজারজাতকরণ কার্যাবলী সম্পাদন করা হয় তাকে Retailing বা খুচরা বিক্রয় বলা হয়।

Definition (2):

খুচরা বিক্রয় হলো একটি বিতরণ প্রক্রিয়া যেখানে পণ্যসমূহ সরাসরি চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রয় করার সব কার্যাবলী অন্তর্ভূক্ত থাকে।

Definition (3):

যে বাণিজ্যিক লেনদেনে একজন ক্রেতা পণ্য বা সেবাটি ব্যক্তিগত, পারিবারিক বা গৃহস্থালীর ব্যবহারে ভোগ করতে ইচ্ছুক তাকে খুচরা বিক্রয় বলে।

Definition in English:

“The marketing activities involved in selling products to final consumers for personal or household use.”

Use of the term in Sentences:

  • The company is looking for good sales staffs because it is dealing with retailing.
  • This company has quite a good experience in retailing.

 

Share it: