Definition (1):
Manager বা ব্যবস্থাপক হলেন কর্মচারীদের তদারকি ও অনুপ্রাণিত করার জন্য এবং প্রতিষ্ঠানের অগ্রগতি পরিচালনার জন্য দায়বদ্ধ একজন ব্যক্তি।
Definition (2):
যে ব্যক্তি কোনোকিছুর তত্ত্বাবধানে থাকেন বা কোনোকিছুকে নিয়ন্ত্রণ করেন তাকে ব্যবস্থাপক বলা হয়। ব্যবস্থাপকরা কোম্পানিসমূহের বিভাগসমূহকে নিয়ন্ত্রণ করতে পারেন, বা তাদের জন্য যারা কাজ করেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন। ব্যবস্থাপকরা অবশ্য মাঝে মাঝে কিছু বিষয় সম্পর্কে সিদ্ধান্তও নিয়ে থাকেন।
Definition in English:
”The definition of a manager is a person responsible for supervising and motivating employees and for directing the progress of an organization.”
Use of the term in Sentences: