Embargo কাকে বলে? একাধিক ব্যাখ্যা ও উদাহরণ

Definition (1):

কিছু নির্দিষ্ট আমদানী বা রপ্তানীর ওপর সম্পূর্ণ সরকারী নিষেধাজ্ঞাকে Embargo বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা বলে।

Definition (2):

কোন নির্দিষ্ট ধরনের পণ্যের ওপর যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবে জনগণ সেই পণ্য কোন নির্দিষ্ট দেশ থেকে আমদানী করতে বা কোন নির্দিষ্ট দেশে রপ্তানী করতে অনুমোদিত নয়।

Definition (3):

বাণিজ্যিক নিষেধাজ্ঞা হলো একটি সরকারী আদেশ যা কোন নির্দিষ্ট দেশের সাথে বা কোন নির্দিষ্ট পণ্যের বাণিজ্যে বা বিনিময়ে নিষেধাজ্ঞা আরোপ করে।

Definition in English:

“A total ban on certain imports and exports.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • This product was embargoed in that country.
  • The government embargoed imports from that country.