Definition (1):
একটি শুল্ক বা কর যা একটি দেশে আমদানীকৃত পণ্যসমূহের ওপর আরোপ করা হয় তাকে আমদকানী শুল্ক বা Import tariff বলে।
Definition (2):
একটি আমদানী শুল্ক হলো আমদানীকৃত পণ্যসমূহ থেকে সংগ্রহিত একটি কর। সাধারণভাবে বললে, একটি শুল্ক হলো একটি সরকার কর্তৃক সংগ্রহিত যেকোনো কর বা মূল্য।
Definition (3):
পণ্যসমূহ একটি দেশে প্রবেশ করলে সেগুলোর ওপর যে শুল্ক বা কর আরোপিত হয় তাকে আমদানী শুল্ক বলা হয়।
Definition in English:
“A duty, or tax, levied against goods brought into a country.”-Steven J. Skinner & John M. Ivancevich
Use of the term in Sentences: