"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Word Processing in Bengali

Word Processing কাকে বলে?

Definition (1):

একটি কম্পিউটারের সাহায্যে লিখিত দলিলসমূহ তৈরী করাকে Word Processing বা শব্দ প্রক্রিয়াকরণ বলা হয়।

Definition (2):

শব্দ প্রক্রিয়াকরণ একটি শব্দ প্রক্রিয়াকারক যেমন: মাইক্রোসফ্ট ওয়ার্ড, গুগল্ ডক্স, বা ওপেন অফিস লেখক ব্যবহার করে একটি দলিল তৈরীর বা সম্পাদনার প্রক্রিয়া বর্ণনা করে।

Definition (3):

শব্দের দক্ষ ও দ্রুত নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত একটি কম্পিউটার প্রোগ্রাম বা একটি সম্পূর্ণ কম্পিউটার ব্যবস্থা দ্বারা চি্ঠি, প্রতিবেদন, এবং বইসমূহ লেখা, সম্পাদনা এবং তৈরী করাকে ওয়ার্ড প্রসেসিং বলে।

Definition in English:

“Creating written documents with a computer.”

Use of the term in Sentences:

  • Which word processing software do you use?
  • The abbreviation of word processing is WP.
Share it: