"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of CMA (Certified Management Accountants) in Bengali

CMA (Certified Management Accountants) কাকে বলে?

Definition (1):

CMA (Certified Management Accountants) বা সনদপ্রাপ্ত ব্যবস্থাপনা হিসাবরক্ষক হলো সেই সব হিসাবরক্ষকগণের উপাধি যারা একটি কঠিন পরীক্ষায় পাশ করেছেন, যাদের হিসাবরক্ষণ অভিজ্ঞতা আছে, এবং যারা রাষ্ট্রের কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত; তারা হতে পারেন সরকারী বা বেসরকারী হিসাবরক্ষক কিন্তু তারা প্রাতিষ্ঠানিক আর্থিক বিবৃতিসমূহের নিরীক্ষা করতে পারেন না।

Definition (2):

একটি হিসাবরক্ষণ উপাধি যা আর্থিক হিসাবরক্ষণ এবং কৌশলগত ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ জ্ঞান নির্দিষ্ট করে তাকে সনদপ্রাপ্ত ব্যবস্থাপনা হিসাবরক্ষক বলা হয়।

Definition in English:

“Designation for accountants who pass a rigorous examination, have accounting experience, and are licensed by the state; may be public or private accountants but cannot conduct audits of corporate financial statements.”

Use of the term in Sentences:

  • Alex has started working as a certified management accountant.
  • Generally, certified management accountants have expertise in financial accounting and strategic management.
Share it: