"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Chain of Command in Bengali

Definition (1):

যে সূত্রের মধ্যে দিয়ে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর থেকে অধীনস্থদের কাছে যোগাযোগ, সমন্বয়, ‍এবং নিয়ন্ত্রণ প্রবাহিত হয় তাকে Chain of Command বা আদেশের পালাক্রম বলে।

Definition (2):

একটি প্রতিষ্ঠানের আদেশের পালাক্রম বলতে প্রতিষ্ঠানের ভেতর আদেশের বিভিন্ন স্তরকে বোঝায়। এটা শুরু হয় সবচেয়ে উচ্চ পদ থেকে যেমন-প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা বা ব্যবসার মালিক থেকে শুরু করে প্রথম শ্রেণীর কর্মচারীতে এসে শেষ হয়। প্রতিষ্ঠানগুলো একটি আদেশের পালাক্রম তৈরী করে আদেশসমূহ নিচের দিকে এবং দায়বদ্ধতা উপরের দিকে প্রবাহিত করার জন্য প্রতি স্তরের কর্মচারীদের মাঝে একজন পরিদর্শক নিয়োগের মাধ্যমে।

Definition in English:

“The channel in which communication, coordination, and control flow through the various levels of management to subordinates.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Every organization maintains a certain chain of command.
  • You have to follow the chain of command in an organization.

 

Share it: