Definition (1):
Operating Employees বা কার্যসম্পাদনকারী কর্মচারীবৃন্দ হলেন তারা, যারা একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নন এবং নির্দিষ্ট কার্য সম্পাদন করেন ও সাধারণতঃ একটি পণ্য উৎপাদন করেন বা গ্রাহকদেরকে একটি সেবা প্রদান করে থাকেন।
Definition (2):
যেসব কর্মচারীদের প্রধান কাজ হলো নির্দিষ্ট কোন কার্য সম্পাদন বা সেবা প্রদান করা তাদেরকে কার্যসম্পাদনকারী কর্মচারীবৃন্দ বলা হয়।
কোনো মধ্যম বা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে সিংহভাগ কর্মচারীই হলো কার্যসম্পাদনকারী কর্মচারীবৃন্দ। যেমন: একজন গ্রাহক সেবা কর্মী একটি ব্যবসা প্রতিষ্ঠানে বা ব্যাংকে বা অন্য কোন প্রতিষ্ঠানে গ্রাহকদের নির্দিষ্ট সেবা প্রদান করে থাকেন, একজন বিক্রয় প্রতিনিধি গ্রাহকদের কাছে নির্দিষ্ট পণ্য বিক্রয় করেন, এবং এরকম আরও অনেক উদাহরণ আছে।
Definition in English:
“The non-managers in an organization, who perform specific tasks and usually manufacture a product or provide a service for customers.”- Steven J. Skinner & John M. Ivancevich
Use of the term in Sentences: