Definition (1):
লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে এবং প্রতিষ্ঠানের সম্পদের বিপরীতে দাবির ক্ষেত্রে যে শেয়ারের সাধারণ শেয়ারের ওপর অগ্রাধিকার আছে কিন্তু ভোটাধিকার অর্পণ করে না তাকে Preferred Stock বা অগ্রাধিকার শেয়ার বলা হয়।
Definition (2):
“Stock” বা “স্টক” শব্দটির দ্বারা একটি প্রতিষ্ঠানে মালিকানা বা শেয়ার বোঝায়। দুই ধরনের শেয়ার আছে- সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। লভ্যাংশ বা সম্পদ বন্টনের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার ধারণকারীদের সাধারণ শেয়ার ধারণকারীদের চেয়ে বেশী দাবি আছে।
Definition in English:
“Stock that has preference over common stock in the payment of dividends and in claims against the assets of the firm, but does not confer voting rights.”
Use of the term in Sentences: