Definition (1):
Bipolar disorder, যাকে পূর্বে ম্যানিক ডিপ্রেশন বলা হতো, এট একটা মানসিক স্বাস্থ্যের অবস্থা যা মেজাজের অত্যাধিক পরিবর্তন ঘটায় যার অন্তর্ভূক্ত আবেগের আধিক্য (ম্যানিয়া বা হাইপোম্যানিয়া) এবং আবেগের অভাব (ডিপ্রেশন বা বিষণ্ণতা)।
Definition (2):
বাইপোলার ডিসঅর্ডার (আগে বলা হত ম্যানিক-ডিপ্রেশনাল ডিজিজ বা ম্যানিক বিষণ্ণতাজণিত ব্যাধি বা ম্যানিক ডিপ্রেশন বা ম্যানিক বিষণ্ণতা) এমন একটি মানসিক ব্যাধি যা মেজাজ, শক্তি, ক্রিয়াকলাপের মাত্রা, মনোনিবেশ এবং প্রতিদিনের কাজ সম্পাদনের ক্ষমতাতে অস্বাভাবিক পরিবর্তন ঘটায়।
Definition in English:
”Bipolar disorder, formerly called manic depression, is a mental health condition that causes extreme mood swings that include emotional highs (mania or hypomania) and lows (depression).”
Use of the term in Sentences: