"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Conduct Disorder in Bengali

Conduct Disorder কাকে বলে?

Definition (1):

Conduct Disorder বা আচরণ ব্যাধি হলো শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে এক ধরনের পুনরাবৃত্তিমূলক এবং অবিচলিত আচরণ যেখানে অন্যের অধিকার বা মৌলিক সামাজিক নিয়ম লঙ্ঘিত হয়।

Definition (2):

কন্ডাক্ট ডিজঅর্ডার একটি মারাত্মক আচরণ এবং মানসিক ব্যাধি যা শিশু এবং কিশোরদের মধ্যে হতে পারে। এই ব্যাধিযুক্ত একটি শিশু এক ধরনের বাধাজনক এবং সহিংস আচরণ প্রদর্শন করতে পারে এবং তার নিয়ম কানুন অনুসরণ করতে সমস্যা হতে পারে।

Definition in English:

”Conduct disorder is a repetitive and persistent pattern of behavior in children and adolescents in which the rights of others or basic social rules are violated.”

Use of the term in Sentences:

  • Children with conduct disorder show aggressive, deceitful, or destructive behavior.
  • A child with conduct disorder finds it difficult to follow rules.

 

Share it: