"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

STEM Education

STEM Education কাকে বলে?

"STEM" এর পূর্ণরূপ হল - Science Technology Engineering and Mathematics. বর্তমান যুগের একটি অত্যন্ত কার্যকর শিক্ষা পদ্ধতি হল এই STEM Education.

Definition 1:

STEM Education হল এমন একটা শিখন পদ্ধতি যাতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতকে আলাদা আলাদা বিষয় হিসাবে না শিখিয়ে বরং এমনভাবে শিক্ষা দেওয়া হয় যেন শিক্ষার্থীরা এই চারটি বিষয় মিলিয়ে একটা সম্মক জ্ঞান লাভ করতে পারে এবং সেটা তাদের নিকট অত্যাধিক জীবনমূখী হয়।

English Definition:

Department of Education, Western Australia-র মতে,

"STEM is an approach to learning and development that integrates the areas of science, technology, engineering and mathematics."

Use it in a Sentence

  • STEM Education connects education to life skills. (STEM শিক্ষা পদ্ধতি শিক্ষা আর জীবনমুখী কাজের দক্ষতার মধ্যে যোগসূত্র ঘটায়।)
  • Currently, 75 percent of jobs in the fastest-growing industries require workers with STEM skills. (বর্তমানে দ্রুততম গতিতে বিস্তার লাভ করা শিল্পখাতের ৭৫ শতাংশ চাকরিতে STEM দক্ষতা দরকার হয়।)

 

Share it: