"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Critical race theory

আমেরিকান আইন ও বিচার ব্যবস্থায় নাগরিক সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বর্ণবাদ কিভাবে প্রভাব ফেলে, সেটি নিয়ে একডেমিক জায়গা থেকে বিশ্লেষণমূলক সমালোচনা করে ‘ক্রিটিকাল রেইস থিওরি’। মূলধারায় প্রচলিত আমেরিকান আইন ও বিচার ব্যবস্থার-তথাকথিত উদারবাদী নীতির সমালোচনা করা হয় এই তত্ত্বের মাধ্যমে। 

Definition:

যে তত্ত্বের মাধ্যমে, আইন ও বিচার ব্যবস্থায় সাদা চামড়ার মানুষদেরকে পদ্ধতিগত ও বৈষম্যমূলক উপায়ে অধিকতর সামাজিক এবং নাগরিক সুবিধা প্রদান করার বিষয়কে আইনী বিশ্লেষণ করা হয় সেটিই critical race theory। 

English definition:

Dictionary.com অনুযায়ী, “a conceptual framework that considers the impact of historical laws and social structures on the present-day perpetuation of racial inequality: first used in legal analyses, and now applied in education, communication studies, and sociology.”

 

বর্ণ এবং জাতিগত বৈষম্য নিয়ে আইনী বিশ্লেষণমূলক কাজ করার জন্য ডেরিক বেল, এলান ফ্রিম্যান, কিম্বার্লি ক্রেন’শ, রিচার্ড ডেলাগো সহ কতিপয় আইন বিশেষজ্ঞ  ১৯৭০ সালের মাঝামাঝি এই তত্ত্বের অবতারণ করেন।

শুরুর দিকে বর্ণবাদ এবং জাতিগত বৈষম্য কিভাবে আইন এবং বিচার ব্যবস্থায় অন্য সকল শ্রেনীর তুলনায় সাদা চামড়ার মানুষদের সুবিধাদি দিয়ে থাকে তা নিয়ে আইনী বিশ্লেষণ করা হতো। তবে বর্তমানে আইনী বিশ্লেষণের পাশাপাশি শিক্ষা, যোগাযোগ অধ্যয়ণ এবং সমাজ বিজ্ঞানেও আইন এবং বিচার ব্যবস্থা কিভাবে বৈষম্যমূলক আচরণ করে সে বিষয়ে বিশ্লেষণমূলক এবং সমালোচনাধর্মী আলোচণায় এই তত্ত্বের প্রয়োগ দেখা যায়।

 

In a sentence:

  • Critical race theory emphasizes how racism and disparate racial outcomes can be the result of complex, changing, and often subtle social and institutional dynamics, rather than explicit and intentional prejudices on the part of individuals.

 

Share it: