"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Clicktivism

ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সারা বিশ্বের প্রায় সকলেই মানবসভ্যতার ইতিহাসে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সবচেয়ে বেশি কানেক্টেড বা সংযুক্ত। এর ফলে যেকোনো দেশের যেকোনো ঘটনা অনেক দ্রুত বৈশ্বিকভাবে আলোচনার বিষয়ে রুপ নিতে পারে।

জনমত গঠন করা থেকে শুরু করা থেকে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, সমালোচনা বা প্রতিরোধ করা অনলাইন এবং সামাজিক মাধ্যম বিকাশের কল্যাণে অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে দ্রুত, সহজ এবং কার্যকরী। 

Definition 1:

ইন্টারনেট ব্যবহার করে জনমত গঠন, রাজনৈতিক বা সামাজিক কোনো উদ্দেশ্য অর্জন করার পদ্ধতিকে বলা হয় Clicktivism.

Definition 2:

ক্যামব্রিজ ডিকশনারি মতে, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পিটিশন বা প্রতিবাদ সংগঠনের মতো রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে করা পদক্ষেপ। 

English Definition:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “The use of social media and other online methods to promote a cause.”

 

ক্লিক্টিভিজম হল, অনলাইন মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সামাজিক, রাজনৈতিক সহ নানা ধরনের ইস্যুতে যতটুকু সম্পৃক্ত না হলেই নয় সেরকম সম্পৃক্ততার মধ্য দিয়ে জনমত তৈরি করার চর্চা। 

Clicktivism এর মতো আরেক ধরনের অনলাইন ভিত্তিক প্রতিবাদের ধারা হচ্ছে Slacktivism (স্ল্যাক্টিভিজম)। ক্লিক্টিভিজম যেখানে অনলাইনে অনানুষ্ঠানিকভাবে জনমত তৈরি করে, বাস্তব দুনিয়ার সাথে সম্পৃক্ত না থেকেও অনলাইনে কার্যক্রম চালিয়ে যায়, স্ল্যাক্টিভিজম অন্যদিকে অনানুষ্ঠানিকভাবে অনলাইনে ব্যাজ, স্টিকার, ছবি, অ্যাপ, টেক্সট অনলাইন মিডিয়া বা সামাজিক মাধ্যমে প্রকাশের মাধ্যমে জনমত গঠন করে থাকে।

 

In a sentence:

  • Some call it ‘clicktivism’; some call it the new politics or ‘Hashtag heroism’.
  • Clicktivism is so powerful, some campaigns have even started accidentally.

 

Share it: