"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Inauguration day

যেকোনো কাজের ক্ষেত্রে প্রথম দিনটিকে উদ্বোধনী দিন বলা যেতে পারে। তবে ‘Inauguration day’ বলতে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহনের বা অভিষেকের দিনটিকে বিশেষভাবে বোঝানো হয়ে থাকে।

যদিও আনুষ্ঠানিকভাবে যেকোনো দায়িত্বে অভিষেকের দিনকেই উদ্বোধনী দিন বা Inauguration day বলা হয়।       

Definition:

কোনো দায়িত্বে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হওয়ার দিনকে Inauguration day বলা হয়।

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি মতে,  “the day when a person officially becomes president in a special ceremony and takes responsibility from the previous president.”

 

যুক্তরাষ্ট্রীয় হিসেবে, সাধারণত প্রতি ৪ বছর পর পর নির্বাচনের পর জানুয়ারির ২০ তারিখকে Inauguration day পালন করা হয়ে থাকে। কেননা নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট, এই দিনে বিদায়ী প্রেসিডেন্ট এর কাছ থেকে ‘ওভাল অফিসের’ দায়িত্ব গ্রহণ করেন।    

In a sentence:

  • Campaign promises often don't last after inauguration day.
  • The inauguration of the president of the United States is a ceremony to mark the commencement of a new four-year term of the president of the United States.

 

Share it: