"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Cognitive dissonance

মানুষ যা জানে, বিশ্বাস করে সেটিই হল অবধারণগত জ্ঞান। এই জানা জ্ঞান এবং কাজের মাঝে যে অমিল বা অসংগতি প্রকাশ পায় সেটিই হল cognitive dissonance বা অবধারণগত অসঙ্গতি

যেমনঃ অতিরিক্ত মিষ্টি খাওয়া কিংবা ফার্স্টফুড স্বাস্থ্যের জন্য খারাপ জেনেও তা খাওয়া। এটি অবধারণগত অসংগতির অন্যতম একটি উদাহরণ। 

Definition:

মানুষের অবধারণগত জ্ঞানের সঙ্গে আচরণ বা কাজের যে বিপ্রতীপ সম্পর্ক বা অসঙ্গতি সেটিকেই বলা হয় cognitive dissonance বা অবধারণগত অসঙ্গতি। 

English Definition:

মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, “psychological conflict resulting from incongruous beliefs and attitudes held simultaneously”

 

মনোবিজ্ঞানের অন্যতম এই তত্ত্বটি যোগাযোগের তত্ত্বেও আবির্ভূত হয়েছে। মানুষের বিশ্বাস এবং কাজের  মাঝে যে বিপরীতমুখী আচরণ প্রকাশ পায় সেটি নিয়েই এই তত্ত্বটি কাজ করে। ফলে এটি মনোবিজ্ঞানের পাশাপাশি একইসাথে যোগাযোগ এবং গণযোগাযোগ চর্চার ক্ষেত্রেও বহুল পরিচিত এবং ব্যবহৃত একটি তত্ত্ব। 

Cognitive dissonance বা অবধারণগত অসঙ্গতি অনুযায়ী, ফার্স্টফুড স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জেনেও ফার্স্টফুড খাওয়ার আচরণের পেছনে ব্যক্তির নিজস্ব তৈরিকৃত ধারণা কিংবা সান্ত্বনা এই বিপরীতমুখী কাজ করতে সহায়তা করে থাকে।   

 

In a sentence:

  • Cognitive dissonance is the perception of contradictory information.
  • The term cognitive dissonance is used to describe the mental discomfort that results from holding two conflicting beliefs, values, or attitudes.

 

Share it: