Quarantine মানে একটি সময়কাল ধরে পৃথকভাবে থাকা এমন কোনো প্রাণী/মানুষ যে কোনো সংক্রামক রোগে আক্রান্তের সংস্পর্শে ছিল। আর Isolation হলো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা।
Quarantine [noun] (সঙ্গরোধ)
Quarantine একটি সময়কাল যখন এমন কোনো প্রাণী বা মানুষ যা বা যিনি কোনো সংক্রামক রোগে আক্রান্তের সংস্পর্শে ছিল বা ছিলেন তাকে অন্যান্য প্রানী বা মানুষ থেকে পৃথক করে রাখা হয় দেখার জন্য যে তারা অসুস্থ হয়ে পড়ে কিনা।
Quarantine is a period when an animal or person who came in contact with any animal or person infected with a contagious disease is separated from other animals or people to observe if they fall sick.
Examples:
Isolation [noun] (বিচ্ছিন্নতা)
Isolation হলো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা ।
Isolation completely separates an infected person with an infectious or a contagious disease from others.
Examples: