"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Infectious vs Contagious

Infectious এবং Contagious এর পার্থক্য

Infectious এমন রোগ যা জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয় এবং সাধারণত শারীরিক সংস্পর্শে non-contagious রোগ ছড়াতে পারে না। যেমন - ম্যালেরিয়া।
আর Contagious হলো ঐসব রোগ যা সরাসরি শারীরিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেমন - কোবিড-১৯। সব রোগই Infectious, কিন্তু কিছু সংখ্যক রোগ Contagious.

 

Infectious [adjective]  সংক্রামক; ব্যাপ্তিশিীল; ছড়িয়ে পড়ে এমন;

Infectious শব্দটি এমন সংক্রামক রোগের ক্ষেত্রে প্রযোজ্য যা জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয় বা সংক্রমণের সৃষ্টি করে কিন্তু সব Infectious রোগই contagious বা ছোঁয়াচে নয়। 

The word infectious is applicable for diseases that can spread through germs or cause infection but all infectious diseases are not contagious.

Example in Sentences:

  • Covid-19 is an infectious as well as a contagious disease.
  • Dengue is an infectious but not a contagious disease.
  • People often use the terms infectious and contagious interchangeably.
  • Measles is an infectious and contagious disease.

 

Contagious [adjective] সংক্রামক; ছোঁয়াচে;

Contagious শব্দটি এমন সংক্রামক রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় যা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে, তাদের স্পর্শকৃত কোনো বস্তু বা পৃষ্ঠ স্পর্শ করলে, অথবা তাদের নির্গমণ (ডিসচার্জ, হাঁচি,কাশির ফোঁটা) থেকে সংক্রমিত হয়। 

The word contagious is used to refer to infectious diseases that can spread through direct contact with the infected person, touching their touched objects or surfaces, or their discharges.

Example in Sentences:

  • Everyone should be aware of all contagious diseases like Covid-19, measles, chickenpox, etc.
  • Richard is suffering from a contagious disease.
  • We should maintain the necessary rules and regulations, and avoid direct contact with the infected person to prevent any contagious disease.
  • Contagious diseases can spread very quickly because of unawareness.

 

Share it: