High /adjective/ (উচ্চ):
সাধারণত পাহাড় বা এমন কিছু যা মাটি থেকে অনেক উপরে, অথবা বিমূর্ত কোন কিছুর ব্যাপ্তি বোঝাতে High বসে। তবে Noun ‘height’ সব ক্ষেত্রেই বসতে পারে।
High refers being at or having a relatively great or specific elevation or upward extension. It is used for mountains and for things which are a long way above the ground. We don’t use high when we talk about people.
Example:
Tall /adjective/ (লম্বা):
এমন কোনো কিছু যা পাতলা ও সরু (চওড়া নয়), তার দৈর্ঘ্য বা উচ্চতা বোঝাতে Tall বসে।
Tall refers being great in vertical dimension. We use tall to describe things which are high and thin in their shape (e.g. people, buildings, trees):
Example: