"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Push Money in Bengaliঅর্থের একটি পরিমাণ যা একজন কর্মচারীকে গ্রাহকদেরকে অতিরিক্ত বা বেশী দামী পণ্য বা সেবাসমূহ ক্রয় করার জন্য উৎসাহিত করার জন্য অতিরিক্ত লভ্যাংশ হিসেবে প্রদান করা হয় তাকে Push Money বলা হয়।
Definition of Trade Allowance in Bengaliউৎপাদনকারী বা বাজারজাতকারকরা বন্টন প্রণালীর সদস্যদের (পরিবেশক, পাইকার, খুচরা বিক্রেতাদের) সাধারণতঃ একটি স্বল্পমেয়াদী প্রচারমূলক প্রেরণা হিসেবে যে ছাড় প্রদান করে তাকে Trade Allowance বা বাণিজ্য ভাতা বলে।
Definition of Trade Show in Bengaliএকটি অস্থায়ী প্রদর্শনী যেখানে উৎপাদনকারীরা সম্ভাব্য গ্রাহকদের কাছে পণ্যসমূহ প্রদর্শন করেন এবং সম্ভাবনার একটি তালিকার জন্য নামসমূহ একত্র করেন তাকে Trade Show বা বাণিজ্য প্রদর্শনী বলা হয়।
Definition of Trade Sales Promotion in Bengaliএকটি প্রতিষ্ঠান যে কার্যক্রমের সাহা্য্যে পাইকারী বিক্রেতা, খুচরা বিক্রেতা, বা বিক্রয় প্রতিনিধিদের প্রতিষ্ঠানটির পণ্যসমূহ মজুদ বা বিক্রয়ের জন্য উৎসাহিত করে তাকে Trade Sales Promotion বা বাণিজ্য বিক্রয় প্রচার বলা হয়।
Definition of Sweepstakes in Bengaliএকটি বিক্রয় প্রচার পদ্ধতি যেখানে গ্রাহকরা পুরস্কারসমূহের জন্য একটি ড্র-তে অংশ গ্রহণ করে তাকে Sweepstakes বলা হয়। অথবা একটি পুরস্কারের জন্য, বিশেষতঃ টাকার জন্য একটি প্রতিদ্বন্দ্বিতা যেখানে যারা বিজয়ী হন তাদেরকে ভাগ্যক্রমে বাছাই করা হয় তাকে স্যুইপস্টেকস্ বলে।
Definition of Contest in Bengaliএকটি বিক্রয় প্রচার পদ্ধতি যেখানে গ্রাহকরা কিছু দক্ষতার ভিত্তিতে পুরস্কারসমূহের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে তাকে Contest বা প্রতিযোগিতা বলা হয়। বা প্রতিযোগিতা হলো একটি প্রতিদ্বন্দ্বিতা বা খেলা যেখানে মানুষ জিততে চেষ্টা করে। অথবা প্রতিযোগিতা হলো ক্ষমতা বা নিয়ন্ত্রণ জেতার একটি লড়াই।
Definition of Trading Stamps in Bengaliএক ধরনের বিক্রয় প্রচার যেখানে একজন খুচরা বিক্রেতা ক্রেতাদের স্ট্যাম্পসমূহ প্রদান করে যেগুলোর ক্রয়ের পরিমাণের সাথে সম্পর্কিত একটি মূল্য থাকে এবং যার বিনিময়ে পণ্যসমূহ বা নগদ পুনরুদ্ধারযোগ্য তাদেরকে Trading Stamps বলে।
Definition of Premium in Bengaliএকটি নির্দিষ্ট পণ্য ক্রয় করার জন্য গ্রাহকদের দেয়া একটি উপহারকে Premium বলা হয়। অথবা প্রিমিয়াম হলো অর্থের একটি পরিমাণ যা পর্যায়ক্রমে একজন বীমা গ্রহণকারী তার ঝুঁকি মেটানোর জন্য একজন বীমা প্রদানকারীকে পরিশোধ করে।
Definition of Free Sample in Bengaliএকটি পণ্যের বিনামূল্য প্যাকেট বা পাত্র যা বিক্রয় প্রচারের একটি কৌশল হিসেবে প্রদান করা হয় তাকে Free Sample বা বিনামূল্য নমুনা বলা হয়। অথবা একটি পণ্যের একটি নমুনা বা একটি অল্প পরিমাণ যা বিনামূল্যে সম্ভাব্য ক্রেতাদের দেয়া হয় তাকে বিনামূল্য নমুনা বলা হয়।
Definition of Rebate in Bengaliযেসব ভোক্তারা একটি পণ্য ক্রয় করে এবং ক্রয়ের প্রমাণসমূহ সরবরাহ করে তাদেরকে একটি অতিরিক্ত ছাড় বা প্রত্যার্পণ বা refund প্রদান করাকে Rebate বা অবহার বলা হয়। আবার রিবেট বা অবহার হলো টাকার একটি পরিমাণ যা আপনাকে ফেরত দেয়া হয়, বিশেষতঃ সরকার কর্তৃক, উদাহরণস্বরূপ যখন আপনি খুব বেশী কর প্রদান করে ফেলেছেন।