"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Contest in Bengali

Contest কাকে বলে?

Definition (1):

একটি বিক্রয় প্রচার পদ্ধতি যেখানে গ্রাহকরা কিছু দক্ষতার ভিত্তিতে পুরস্কারসমূহের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে তাকে Contest বা প্রতিযোগিতা বলা হয়।

Definition (2):

অন্যান্য মানুষদের থেকে আরও ভালো করার একটি প্রতিদ্বন্দ্বিতা যেখানে সাধারণতঃ পুরস্কারসমূহ প্রদান করা হয় তাকে প্রতিযোগিতা বলে।

Definition (3):

প্রতিযোগিতা হলো একটি প্রতিদ্বন্দ্বিতা বা খেলা যেখানে মানুষ জিততে চেষ্টা করে। অথবা প্রতিযোগিতা হলো ক্ষমতা বা নিয়ন্ত্রণ জেতার একটি লড়াই।

Definition in English:

“A sales promotion method in which consumers compete for prizes on the basis of some skill.”

Use of the term in Sentences:

  • The company has arranged a special contest for its customers.
  • Are you thinking of participating in the contest
Share it: