"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Capital Assets in Bengaliএকটি Capital Asset হলো এমন একটি সম্পদ যার প্রয়োজনীয় স্থায়িত্বকাল এক বছরের বেশী এবং ব্যবসার নিয়মিত কার্যক্রমে যা বিক্রয়ের কথা চিন্তা করা হয় না।
Definition of Cannibalization in Bengaliবিপণন কৌশলে, একই উৎপাদকের দ্বারা একটি নতুন পণ্য প্রবর্তনের ফলে একটি পণ্যের বিক্রয় পরিমাণ, বিক্রয় আয় বা বাজার ভাগে হ্রাস পাওয়াকে Cannibalization বলা হয়।
Definition of C Corporation in Bengaliএকটি C Corporation একটি প্রতিষ্ঠানের একটি আইনগত কাঠামো যেখানে মালিকরা, বা শেয়ার ধারণকারীরা, প্রতিষ্ঠানটি থেকে পৃথকভাবে করারোপিত হয়।
Definition of Business Mission in Bengaliএকটি Business Mission বা ব্যবসায়িক উদ্দেশ্য একটি প্রতিষ্ঠান তার গ্রাহকদের জন্য যে পণ্য এবং সেবা প্রস্তুত করে সেগুলোর রূপে সমাজে প্রতিষ্ঠানটির মূল কার্যাবলী বর্ণনা করে।
Definition of Adventure Capital in BengaliAdventure Capital বা অভিযান মূলধন হলো সেই তহবিল যা স্টার্টআপের প্রতিষ্ঠাতারা, ছোট ব্যবসার মালিকরা এবং উদ্যোক্তারা যখন একটি নতুন উদ্যোগ শুরু করেন তখন লাভ করেন।
Definition of an Adaptive Firm in Bengaliএকটি Adaptive firm হলো এমন একটি প্রতিষ্ঠান যা টিকে থাকার ও লাভের জন্য তাদের বাজার, পরিবেশ এবং / অথবা তাদের শিল্পের পরিবর্তনগুলিতে সাড়া দিয়ে নিজেদেরকে আরও ভাল অবস্থানে রাখতে সক্ষম হয়।
Definition of Acquisition Cost in Bengaliএকটি Acquisition Cost হলো ছাড়, উদ্দীপনা, সমাপনী ব্যয় এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর, তবে বিক্রয় করের আগে একটি কোম্পানির হিসাবের খাতায় বা বইয়ে স্বীকৃত মোট ব্যয়।
Definition of Acid Test in Bengaliকোনও কিছুর মূল্যের প্রমাণ বা তার মান প্রমাণ করার জন্য যে আদর্শটি অবশ্যই পূরণ করতে হবে তাকে Acid Test বা চরম পরীক্ষা বলা হয়।
Definition of Pain point in Bengaliএকটি Pain point হলো একটি ‍নির্দিষ্ট সমস্যা, আপনার ব্যবসার সম্ভাব্য গ্রাহকরা যার সম্মুখীন হচ্ছেন বা যা অনুভব করছেন।
Definition of Tranch up the workload in BengaliTranch up the workload একটি ব্যবসায়িক পরিভাষা বা বাগধারাগত বাক্যাংশ যার অর্থ হলো দায়িত্বসমূহ বন্টন বা ভাগ করে দেয়া।