"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Express Something is Difficult

জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা বলতে চাই যে আমাদের কোন একটি কাজ কঠিন বলে মনে হচ্ছে। এটা হতে পারে কোন বিষয় যা আমরা পড়ছি বা হতে পারে অন্য কোন কাজ যা আমরা অফিসে বা বাড়িতে বা অন্য কোথাও করছি বা শিখছি। এখানে আমরা এমন দশটি অভিব্যক্তি আলোচনা করবো যেগুলো ব্যবহার করে আপনি বলতে পারেন যে কাজটি কঠিন।

 

It's not so easy. [এটা অতো সহজ না]

প্রথম phrase-টি ব্যক্ত করছে যে, এটা কিছু মানুষের জন্য একটু কঠিন।

 

It's a bit tricky. [এটা কিছুটা কৌশলী]

দ্বিতীয় phrase-টিও প্রথম phrase-টির অনুরূপ।

 

It's not the easiest ___ in the world. [এটা পৃথিবীতে সবচেয়ে সহজ_ না]

তৃতীয় phrase-টিও প্রথম দুইটির অনুরূপ।

 

It's quite tough at times. [এটা কিছু সময়ে বেশ কঠিন]

চতুর্থ phrase-টি বোঝাচ্ছে যে কাজটির কিছু অংশ কঠিন।

 

It's (quite / a bit) hard going. [এটা চালিয়ে যাওয়া বেশ/একটু কঠিন]

পঞ্চম phrase-টি ব্যক্ত করছে যে, কাজটি কঠিন ও অনেকেই কাজটি চালিয়ে যেতে পারবে না এবং শেষ করার আগেই হাল ছেড়ে দেবে।

 

It's nigh on impossible. [এটা অসম্ভবের কাছাকাছি]

এই phrase-টির দ্বারা বোঝানো হচ্ছে যে কাজটি করা প্রায় অসম্ভব।

 

The course is quite demanding. [কাজটা বেশ চাহিদাপূর্ণ]

সপ্তম phrase-টি বলছে যে কাজটি শেষ করতে আপনার অনেক প্রয়াস এবং একাগ্রতার প্রয়োজন হবে।

 

The course can be grueling at times [কাজটি কিছু সময়ে কঠিন বা পরিশ্রান্তিকর হতে পারে]

অষ্টম phrase-টিও সপ্তম phrase-টির অনুরূপ।

 

It isn't a walk in the park. [এটা পার্কে হাঁটা না]

নবম phrase-টি বলছে যে, কাজটি সহজ নয়।

 

It's not a course for the faint-hearted. [এটা কোন কাপুরুষের কাজ নয়]

দশম phrase-টি ব্যক্ত করছে যে, কাজটি এমন কোনো ব্যক্তির শুরু করা উচিত নয় যে সহজেই হাল ছেড়ে দেয় কারণ সে সম্ভবতঃ কাজটা সম্পন্ন করতে পারবে না।

 

 

 

 

Share it: