Example of Interrogative Sentence

Sentences which states or ask any questions are known as interrogative sentence

যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বলে।

 

Example in Sentences -

  • সে কি বাজারে যাচ্ছে? – Is he going to market?
  • তুমি কি চিঠি লিখেছ? – Have a written the letter?
  • সে কি ভাত খাচ্ছিল? - Was he eating rice?
  • আমি কি ভিতরে আসতে পারি? – May I came in?
  • আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? – Can you help me?
  • তুমি কি এক চাপ চা খাবে? – Will you have a cup of tea?
  • আমাকে কিছু চিনি দিবেন কি? – Will you give me some sugar?
  • আমি কি ঢাকা যাবো না? – Shall I not go to Dhaka?
  • সে কি আমাদের বাড়ি আসবে না? – Will he not come to our house?
  • রহিম কি রীতিমত স্কুলে যায়? – Does Rahim go to school regularly?
  • তুমি কি সকালে নদীর ধারে গিয়েছিলে? – Did you go to the river side in the morning?
  • তুমি কি ফুটবল খেল? – Do you play football?
  • তিনি বারোটার ট্রেনে এসেছেন কি? – Did he come by the train of twelve O’clock?
  • আমি কি তোমাকে সাহায্য করি না? - Do I not help you?
  • তুমি কি তাকে টাকা দাও না? - Do you not give him money?
  • রহিম কি স্কুলে যায় নাই? - Did not Rahim go to school?
  • কোন বইটা তুমি চাও?­ - Which book do you want?
  • তোমার ঘড়িতে সময় কত? - What is the time by your watch?
  • কখন তার বাবা বাড়ি এসেছিল? - When did his father come home?
  • সে কাঁদতেছিল কেন? - Why is he crying?
  • তুমি কার সঙ্গে কথা বলছ? - Whom are you talking with?
  • তোমার ব্যবসা কেমন চলছে? – How is your business going on?
  • তুমি কোথায় যেতে চাও? – Where do you want to go?
  • কখন পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল? – When did the battle of Panipath take place?
  • ঢাকা কি জন্য প্রসিদ্ধ? – What is Dhaka famous for?
  • সে বইটি পড়ে না কেন? – Why does he not read the book?
  • সে কোথায় হতে এসেছে? – Where has he come from?