যদিও মানুষকে সাহায্য, সহযোগিতা করা ভালো, তবুও কোনো কোনো সময় অনেকে আমাদের কাছ থেকে একটু বেশিই প্রত্যাশা করে ফেলেন। এসব ক্ষেত্রে তাদেরকে সরাসরি না বলার জন্য ইংরেজীতে দশটি প্রয়োজনীয় Phrase আছে। এই দশটি অভিব্যক্তি আমরা কথা বলার এবং লেখার সময়ও ব্যবহার করতে পারি। এগুলো হলো:
এই phrase-টি কোনো কাজ করতে, এমনকি কোনো বিষয়ে আলোচনা করতেও একেবারেই না করে দেয়া বোঝায়।
যদি কেউ বলে “Not on your life” তবে সে কোনো মতামত বা অনুরোধের প্রতি জোরালো এবং দ্বিধাহীনভাবে অস্বীকৃতি প্রকাশ করে।
এই phrase-টিও জোরালো এবং দ্বিধাহীনভাবে অস্বীকৃতি প্রকাশ করে।
কোনোকিছুকে বাধা দিতে আপনার পক্ষে যা সম্ভব আপনি তার সবকিছুই করতে পারেন, এমন বোঝাতে “Over my dead body” phrase-টি ব্যবহার করতে পারেন। তবে এটা বেশ নাটকীয়ভাবে অস্বীকৃতি প্রকাশ করে।
” Count me out” phrase-টি কোনো দলবদ্ধ কার্যক্রম বা কর্মকান্ডে অন্তর্ভূক্ত হতে অস্বীকৃতি প্রকাশ করা বোঝাতে ব্যবহৃত হয়।
এই phrase-টি অন্য phrase-গুলোর তুলনায় বেশী বিনয়ী এবং কম দৃঢ়।
” I’d love to, but...” phrase-টিও অন্য phrase-গুলোর তুলনায় বেশী বিনয়ী এবং কম দৃঢ়।
এই phrase-টি খুব দৃঢ়ভাবে কোন কাজ করতে অস্বীকৃতি প্রকাশ করে।
” Not on your nelly!” phrase-টি একটু পুরনো এবং কিছুটা হাস্যকর শোনাতে পারে। কোনোকিছু ঘটার একেবারেই কোনো সম্ভাবনা নেই বোঝাতে phrase-টি ব্যবহৃত হয়ে থাকে।
এই phrase-টি কোন কাজ করতে খুব দৃঢ়ভাবে অস্বীকৃতি প্রকাশ করা বোঝাতে ব্যবহৃত হয়।