"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Using 10 Phrases to Say “No”

যদিও মানুষকে সাহায্য, সহযোগিতা করা ভালো, তবুও কোনো কোনো সময় অনেকে আমাদের কাছ থেকে একটু বেশিই প্রত্যাশা করে ফেলেন। এসব ক্ষেত্রে তাদেরকে সরাসরি না বলার জন্য ইংরেজীতে দশটি প্রয়োজনীয় Phrase আছে। এই দশটি অভিব্যক্তি আমরা কথা বলার এবং লেখার সময়ও ব্যবহার করতে পারি। এগুলো হলো:

In a word, no [এক কথায়, না]

এই phrase-টি কোনো কাজ করতে, এমনকি কোনো বিষয়ে আলোচনা করতেও একেবারেই না করে দেয়া বোঝায়।

 

Not on your life [কোনোভাবেই না]  

যদি কেউ বলে “Not on your life” তবে সে কোনো মতামত বা অনুরোধের প্রতি জোরালো এবং দ্বিধাহীনভাবে অস্বীকৃতি প্রকাশ করে।

 

Not Likely [অবশ্যই না]

এই phrase-টিও জোরালো এবং দ্বিধাহীনভাবে অস্বীকৃতি প্রকাশ করে।

 

Over my dead body [কোনো পরিস্থিতিতেই না]

কোনোকিছুকে বাধা দিতে আপনার পক্ষে যা সম্ভব আপনি তার সবকিছুই করতে পারেন, এমন বোঝাতে “Over my dead body” phrase-টি ব্যবহার করতে পারেন। তবে এটা বেশ নাটকীয়ভাবে অস্বীকৃতি প্রকাশ করে।

 

Count me out [আমাকে বাদ দাও]

” Count me out” phrase-টি কোনো দলবদ্ধ কার্যক্রম বা কর্মকান্ডে অন্তর্ভূক্ত হতে অস্বীকৃতি প্রকাশ করা বোঝাতে ব্যবহৃত হয়।

 

I'd rather not (if you don't mind) [ আমি বরং করব না (যদি কিছু মনে না করো)]

এই phrase-টি অন্য phrase-গুলোর তুলনায় বেশী বিনয়ী এবং কম দৃঢ়।

 

I'd love to, but... [আমার ভালো লাগতো, কিন্তু….]

 

” I’d love to, but...”  phrase-টিও অন্য phrase-গুলোর তুলনায় বেশী বিনয়ী এবং কম দৃঢ়।

 

No chance: [ কোনো সম্ভাবনা নেই]  

এই phrase-টি খুব দৃঢ়ভাবে কোন কাজ করতে অস্বীকৃতি প্রকাশ করে।

 

Not on your nelly! [ কোনোভাবেই না]  

” Not on your nelly!” phrase-টি একটু পুরনো এবং কিছুটা হাস্যকর শোনাতে পারে। কোনোকিছু ঘটার একেবারেই কোনো সম্ভাবনা নেই বোঝাতে phrase-টি ব্যবহৃত হয়ে থাকে।

 

 No way! [ কোনোভাবেই না]  

এই phrase-টি কোন কাজ করতে খুব দৃঢ়ভাবে অস্বীকৃতি প্রকাশ করা বোঝাতে ব্যবহৃত হয়।

 

Share it: