"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Names Used for Kinds of Shops

ইংল্যান্ডে বেশীর ভাগ দোকানের নামই সহজ যেমন: 'toy shop' এবং 'book shop' প্রভৃতি। কিন্তু কিছু দোকান আছে যেগুলোর বিশেষ নাম আছে। এখানে তেমনি কয়েকটি দোকানের নাম দেয়া হলো যেগুলো আপনার কাজে লাগতে পারে।

 

Greengrocer's (ফলমূল ও সবজি বিক্রেতা)

Greengrocer's-এ ফলমূল ও সবজি বিক্রি করা হয়। কিছুক্ষেত্রে তারা অন্যান্য কিছু জিনিসও বিক্রি করে থাকে। যেমন: ডিম ও দুধ।

 

Butcher's (কসাই এর দোকান)

Butcher's-এ মাংস বিক্রি করা হয়। আজকাল বেশীরভাগ মানুষ সুপারমার্কেট থেকে মাংস কিনে থাকলেও বেশীরভাগ বড় শহরেই আপনি সেই পুরনো দিনের কসাই এর দোকান খুঁজে পাবেন।

 

Baker's (রুটির দোকান)

Baker's-এ রুটি ও কেক বিক্রি করা হয় এবং সাধারণতঃ এই দ্রব্যগুলো সেই একই দোকানেই তৈরী করা হয়ে থাকে।

 

Chemist's (ওষুধের দোকান)

Chemist's হলো ওষুধের দোকান। ইংল্যান্ডে 'pharmacy' শব্দটি মাঝেমাঝে ব্যবহৃত হয় কিন্তু 'drug store' শব্দটি কখনও ব্যবহৃত হয়না।

 

Stationer's / Stationery shop (স্টেশনারি দোকান)

স্টেশনারি দোকানে কাগজ, পেন্সিল, কলম, প্রিন্টারের কালি এবং একটি অফিসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামাদি বিক্রি করা হয়।

 

Ironmonger's / Hardware shop (কর্মকারের দোকান)

কর্মকারের দোকানে গৃহস্থালির কাজে লাগে এমন বিভিন্ন ধাতব জিনিসপত্র পাওয়া যায় যেমন: পেরেক, স্ক্রু, দা, ছুরি, বটি, যন্ত্রপাতি এবং অন্যান্য ভারি ধাতব জিনিসপত্র। তারা রং, আঠা এবং গৃহস্থালির জন্য দরকারী অন্যান্য জিনিসপত্রও বিক্রি করে।

 

Florist's (ফুল বিক্রেতা)

Florist's হলো ফুলের দোকান। বেশিরভাগ ভালো ফুলের দোকান টবেও গাছ বিক্রি করে এবং অন্য শহরের কারোর কাছে ফুল পাঠাতেও পারে।

 

Newsagent's (সংবাদপত্রের দোকান)

সংবাদপত্রের দোকানে সংবাদপত্র এবং ম্যাগাজিন বিক্রি করা হয়। এছাড়াও তারা অনেকসময় অন্যান্য স্টেশনারি সামগ্রীও বিক্রি করতে পারে।

 

Corner shop (ছোট খুচরা বিক্রেতা)

Corner shop হলো একটি ছোট খুচরা দোকান, সাধারণতঃ আবাসিক এলাকায় অবস্থিত, যেখানে দৈনন্দিন জীবনের কিছু সীমিত সংখ্যক সামগ্রী যেমনঃ সংবাদপত্র, মিষ্টি এবং অন্যান্য স্টেশনারী দ্রব্য পাওয়া যায়। এই দোকানগুলো ক্রেতাদের সুবিধার্থে অনেকক্ষণ খোলা রাখা হয়।

Share it: