"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

How to Express Different Feelings

মাঝে মাঝে মানুষ আপনাকে প্রশ্ন করে থাকে ” আপনার অনুভূতি কি?” এখানে আমরা দশটি অনুভূতি নিয়ে আলোচনা করবো যেগুলো সাধারণতঃ মানুষ অনুভব করে থাকে। আপনি প্রশ্নটির উত্তর দিতে এই দশটির যে কোনটি ব্যবহার করতে পারেন।

 

Happy / Contented / Delighted (সুখী/ তৃপ্ত/ উল্লসিত)

বেশীর ভাগ মানুষই তাদের জীবনে সুখী বা happy হতে চায়। তারা তৃপ্ত বা contented হয় যখন তাদের জীবনের পরিস্থিতি যথেষ্ট ভালো হয় এবং উল্লসিত বা delighted হয় যখন খুব ভালো কিছু ঘটে।

 

Sad / depressed (দুঃখিত/ হতাশাগ্রস্থ)

Sad হলো happy-র বিপরীত অনুভূতি। মানুষ অনেকসময় কাঁদে যখন সে বেশী দুঃখ পায়। আর যখন সে হতাশাগ্রস্থ বা depressed হয় তখন সে একটা লম্বা সময় ধরে তার জীবন সম্পর্কে দুঃখ বোধ করে। সে ভাবে যে তার জীবন আর এর থেকে ভালো হবে না ।

 

Amused (আমোদিত)

আপনি যখন হাস্যকর কোনোকিছু দেখেন বা শোনেন, আমরা আমোদিত বা amused হই। আবার কখনও কখনও আপনি অট্টহাসিও হেসে ওঠেন।

 

Excited (উদ্দীপ্ত)

ভালো বা মজাদার কিছু ঘটলে বা শীঘ্রই ঘটবে, এমন হলে আপনি উদ্দীপ্ত বা excited হন। প্রায়সই দেখা যায় যে, উদ্দীপ্ত মানুষদের অনেক বেশী শক্তি থাকে এবং তারা খুব কর্মচঞ্চল হয়।

 

Frightened / Afraid / Terrified (ভীত/ সন্ত্রস্ত/ আতঙ্কিত)

যখন আপনি জানেন যে, আপনি কোনো বিপদজনক পরিস্থিতিতে আছেন তখন আপনি ভীত বা সন্ত্রস্ত হন। আতঙ্কিত বা terrified, আরও শক্তিশালী একটি শব্দ।

 

Worried / Anxious (চিন্তিত/ উদ্বিগ্ন)

আপনি চিন্তিত বা উদ্বিগ্ন হন যখন আপনি ভাবেন যে, আপনার কাছের কোনো মানুষের সাথে খারাপ কোনো কিছু ঘটতে যাচ্ছে অথবা ইতিমধ্যেই ঘটে গিয়েছে।

 

Tired / Sleepy (ক্লান্ত/ নিদ্রাতুর)

আপনি যদি অনেক কাজ করে থাকেন এবং আপনার বিশ্রামের প্রয়োজন হয়, তবে আপনি ক্লান্ত বা tired। আর যদি আপনি ঘুমাতে চান বা হতে পারে যে আপনি খুব বেশী হাই তুলছেন, তাহলে বলতে হবে যে আপনি নিদ্রাতুর বা sleepy।

 

Angry / annoyed (রাগান্বিত/ উত্যক্ত)

কেউ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করলে আপনার তার উপর রাগ হয় এবং আপনার তাকে আঘাত করার বা তাকে তিরস্কার করার ইচ্ছা হয়। এমন ক্ষেত্রে angry / annoyed শব্দগুলো ব্যবহৃত হতে পারে।

 

Disappointed (নিরাশ)

কেউ বা কোনোকিছু যদি ততোটা ভালো না হয়, যতটা আপনি আশা করেছিলেন বা আপনি যা আশা করেছিলেন তা যদি না ঘটে, তাহলে আপনি disappointed বা নিরাশ হন।

 

Bored (উদাস বা বিষণ্ণ)

যখন আপনার কোনোকিছু ভালো লাগে না অথবা আপনার করার মতো কিছুই থাকেনা তখন আপনি উদাস বা বিষণ্ণ হয়ে যান। এক্ষেত্রে bored শব্দটি ব্যবহার করতে পারেন।

 

 

Share it: