Definition (1):
দুই বা ততোধিক ব্যবসা যখন নির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত বা মিলিত হয় তখন তাকে বাণিজ্যনিষদ বা Syndicate বলে। বিপুল পরিমাণের কর্পোরেট স্টকে অর্থলগ্নি করার জন্য এটা একটা জনপ্রিয় গঠণ।
Definition (2):
একটি Syndicate বা বাণিজ্যনিষদ হলো একটি ঋণদাতাদের বা অর্থলগ্নিকারীদের গোষ্ঠী যা কোনো নির্দিষ্ট ঋণে বা বিনিয়োগে অংশগ্রহণ বা তা ভাগ করার উদ্দেশ্যে একত্রিত বা মিলিত হয়।
Definition (3):
একটি নির্দিষ্ট ব্যবসায়িক উদ্যোগ বা প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি বা সংগঠণের অস্থায়ী সমিতিকে বাণিজ্যনিষদ বা Syndicate বলে।
Definition in English:
“An association of two or more businesses for a particular business purpose is a syndicate.”
-Steven J. Skinner & John M. Ivancevich
Use of “Syndicate” in Sentences: