"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Short-term Liabilities in Bengali

Short-term Liabilities কাকে বলে?

Definition (1):

Short-term Liabilities বা স্বল্পমেয়াদী দায়, Current Liabilities নামেও পরিচিত। স্বল্পমেয়াদী দায়সমূহ একটি কোম্পানির দেনা বা বাধ্যবাধকতাসমূহ যা এক বছরের মধ্যে বা একটি স্বাভাবিক কার্যক্রমচক্রের মধ্যে বাকি বা পরিশোধনীয় আছে।

Definition (2):

একটি স্বল্পমেয়াদী দায় হলো একটি আর্থিক বাধ্যবাধকতা যা এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এ ধরনের দায় একটি সত্তার ব্যালান্স শীটের current Liabilities অংশে শ্রেণীবদ্ধ করা থাকে। স্বল্পমেয়াদী দায়সমূহের উদাহরণ হলো: বকেয়া খরচসমূহ, পরিশোধনীয় করসমূহ, পরিশোধনীয় লভ্যাংশসমূহ, প্রভৃতি।

Definition in English:

“Current liabilities are a company's debts or obligations that are due within one year or within a normal operating cycle. “

Use of the term in Sentences:

  • Current liabilities are another name of short-term liabilities.
  • Taxes payable is an example of short-term liabilities.
Share it: