"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Long-term Liabilities in Bengali

Long-term Liabilities কাকে বলে?

Definition (1):

Long-term Liabilities বা দীর্ঘমেয়াদী দায় হলো একটি কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা যা এক বছরের বেশী সময় ধরে বাকি বা পরিশোধনীয় আছে।

Definition (2):

একটি দায় যা পূর্বের একটি ঘটনার ফলাফল যা ব্যালান্স শীটের তারিখে এক বছরের মধ্যে বাকি নয় (বা কোম্পানির কার্যক্রম চক্রের মধ্যে বাকি নয় যদি তা এক বছরের চেয়ে বেশী হয়) তাকে দীর্ঘমেয়াদী দায় বলা হয়। দীর্ঘমেয়াদী দায়সমূহকে noncurrent liabilitiesও বলা হয়। যেমন: পরিশোধনীয় বন্ড, দীর্ঘমেয়াদী ঋণ, পেনশন দায়, প্রভৃতি।

Definition in English:

Long-term liabilities are financial obligations of a company that become due more than one year.”

Use of the term in Sentences:

  • Non-current liabilities are another name of long-term liabilities.
  • Bonds payable is an example of long-term liabilities.
Share it: