Definition (1):
একটি Short-Term Asset বা স্বল্প মেয়াদী সম্পদ এমন একটি সম্পদ যা এক বছরের মধ্যে দেনা পরিশোধের জন্য বিক্রি করতে হবে, নগদে রূপান্তর করতে হবে বা শেষ করে ফেলতে হবে। বিরল ক্ষেত্রে, যেখানে ব্যবসায়ের কার্য চক্র এক বছরের চেয়ে বেশি দীর্ঘ হয় (যেমন কাঠ শিল্পে), প্রযোজ্য সময়কালটি এক বছরের পরিবর্তে ব্যবসায়ের কার্য চক্র হবে। নগদ, বাজারজাতযোগ্য শেয়ারসমূহ, প্রাপ্য বাণিজ্য হিসাবসমূহ, প্রাপ্য কর্মচারী হিসাবসমূহ, অগ্রিম খরচসমূহ যেমন: অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা, সব ধরনের তালিকাভূক্ত সম্পদসমূহ যেমন: কাঁচা মালসমূহ, চলমান কাজ, এবং সমাপ্ত পণ্যসমূহ সবই হলো বিভিন্ন ধরনের স্বল্প মেয়াদী সম্পদসমূহ।
Definition in English:
“A short term asset is an asset that is to be sold, converted to cash, or liquidated to pay for liabilities within one year.”
Use of the term in Sentences: