"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Self-harm in Bengali

Self-harm কাকে বলে?

Definition (1):

Self-harm বা আত্ম-ক্ষতিকে আত্মহত্যার কোনো উদ্দেশ্য ছাড়া সরাসরি শরীরে টিস্যুকে আঘাত করা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এটা self-injury বা আত্ম-আঘাত হিসেবেও পরিচিত। অন্যান্য শব্দ যেমন cutting বা কাটা এবং self-mutilation বা আত্ম-বিকৃতি আত্মহত্যার উদ্দেশ্য ছাড়া যেকোনো আত্ম-ক্ষতিজনিত আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে।

সবচেয়ে প্রচলিত ধরনের আত্ম-ক্ষতি হলো একটি ধারালো বস্তুর সাহায্যে নিজের চামড়াকে কাটা। অন্যান্য ধরনসমূহের মধ্যে রয়েছে পোড়ানো, আঁচড়ানো, বা শরীরের অংশসমূহে আঘাত করা।

Definition in English:

”Self-harm, also known as self-injury, is defined as the intentionaldirect injuring of body tissue, done without any intention to commit suicide.”

Use of the term in Sentences:

  • People aging between 12 to 24 years most commonly have this attitude to self-harm.
  • Females are prone to self-harm than males.
Share it: