Definition (1):
Rebranding হলো একটি প্রতিষ্ঠানের মিলিত ভাবমূর্তি পরিবর্তন করার প্রক্রিয়া। এটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ডকে নতুন নাম, প্রতীক দেয়া বা নকশায় পরিবর্তন আনার একটি বাজারজাতকরণ কৌশল। বাজারে একটি ব্র্যান্ডের এর প্রতিদ্বন্দ্বীদের থেকে ভিন্ন একটি পরিচিতি সৃষ্টি করাই হলো রিব্র্যান্ডিংয়ের পেছনের মূল ধারণা।
Definition (2):
একটি প্রতিষ্ঠিত পণ্য বা কোম্পানির জন্য একটি নতুন রূপ এবং অনুভূতি সৃষ্টি করাকে রিব্র্যান্ডিং বলা হয়।
Definition in English:
” Rebranding is the creation of a new look and feel for an established product or company.”
Use of the term in Sentences: