"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Brand Name in Bengali

Brand Name  কাকে বলে?

Definition (1):

একটি পণ্যের ব্র্যান্ডের যে অংশটা পড়া যায় বা বলা যায় তাকে Brand Name বা ব্র্যান্ড নাম বলা হয়।

Definition (2):

একটি নির্দিষ্ট পণ্যকে পণ্যটির প্রস্তুতকারক কোম্পানীটি যে নাম দেয় তাকে ব্র্যান্ড নাম বলে।

Definition (3):

ব্র্যান্ড নাম হলো সেই শব্দ বা শব্দসমূহ যা শুধু একটি পণ্যকে নয় এর প্রস্তুতকারক বা উৎপাদনকারীকেও সনাক্ত করে। যেমন: Toyota, Apple, Sony, IBM, প্রভৃতি।

Definition in English:

“The part of a product’s brand that can be spoken.”

Use of the term in Sentences:

  • The company worked very hard to build a unique brand name.
  • I was looking for the brand name in the store which my mom told me.

 

 

Share it: