"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Marketing Channel in Bengali

Marketing Channel কাকে বলে?

Definition (1):

পারস্পরিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানসমূহ যা উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের প্রতি পণ্যসমূহের প্রবাহ নির্দেশিত করে তাকে Marketing Channel বা বাজারজাতকরণ গতিপথ বলা হয়। একে Channel of Distribution বা বিতরণের গতিপথও বলা হয়।

Definition (2):

একটি বাজারজাতকরণ গতিপথ বা বিতরণের গতিপথ হলো সেই মানুষ, প্রতিষ্ঠানসমূহ, এবং কার্যসমূহ যা পণ্যসমূহের মালিকানা উৎপাদনের প্রান্ত থেকে ভোগ বা ব্যবহারের প্রান্তে স্থানান্তর করে।

Definition (3):

একটি প্রতিষ্ঠানের পণ্য এবং সেবাসমূহের উৎপাদনকারীদের থেকে গ্রাহকদের পর্যন্ত একই দিকে প্রবাহিত পথটিকে বাজারজাতকরণ গতিপথ বা বিতরণের গতিপথ বলে।

Definition in English:

“A group of interrelated organizations that directs the flow of products from producers to ultimate consumers: also called channel of distribution.”

Use of the term in Sentences:

  • The company is quite selective in selecting marketing channels.
  • The company is applying different strategies for different marketing channels.

 

Share it: