Definition (1):
Margin Trading হলো একটি প্রদত্ত পরিমাণ অর্থে যে সংখ্যক শেয়ার ক্রয় করা যায় তার থেকে বেশী সংখ্যক শেয়ার ক্রয় করা কারণ শেয়ারগুলোর একটি অংশ ধারে বা ঋণে ক্রয় করা হয়।
Definition (2):
শেয়ার বাজারে, মার্জিন ট্রেডিং বলতে একক বিনিয়োগকারীরা যে সংখ্যক শেয়ার ক্রয় করার সামর্থ্য রাখে তার চেয়ে বেশী সংখ্যক শেয়ার ক্রয় করাকে বোঝায়।
Definition (3):
আর্থিক শেয়ারে বিনিয়োগের উদ্দেশ্যে একজন ব্রোকার বা দালালের কাছ থেকে তহবিল ধার করা বা ঋণ নেয়াকে মার্জিন ট্রেডিং বলা হয়। ক্রয়কৃত শেয়ারগুলো ঋণের বন্ধক হিসেবে কাজ করে।
Definition in English:
“Purchasing more stock shares than a given amount of money would buy because a portion of the shares are bought on credit.”
Use of the term in Sentences: