Definition (1):
Managing Director (MD) বা ব্যবস্থাপনা পরিচালক এমন একজন ব্যক্তি যিনি কোনও কোম্পানি, প্রতিষ্ঠান বা কর্পোরেট বিভাগের দৈনন্দিন কাজকর্মের জন্য দায়বদ্ধ। কিছু দেশে শব্দটি কোনও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার সমতুল্য। অন্যান্য দেশে ব্যবস্থাপনা পরিচালকরা মূলত পুরো কোম্পানিটির প্রধান হিসেবে কাজ না করে কোনও কোম্পানির অভ্যন্তরে স্বতন্ত্র ব্যবসায়িক বিভাগের প্রধান হিসাবে কাজ করেন।
Definition in English:
”A managing director is someone who is responsible for the daily operations of a company, organization, or corporate division.”
Use of the term in Sentences: