Definition (1):
সমগ্র পৃথিবীটাকে যদি একটা বড় বাজার হিসেবে দেখা যায় তবে তাকে Global Market বা বিশ্ব বাজার বলে।
Definition (2):
বিশ্বের সব দেশে পণ্য এবং সেবা ক্রয় বা বিক্রয়ের কার্যক্রমকে বা বিক্রিত পণ্যসমূহ এবং সেবাসমূহের মানকে বিশ্ব বাজার বলা হয়।
Definition (3):
পৃথিবীর সব এলাকার সব মানুষ যারা কোনো কিছু ক্রয় করে বা করতে চায় তাদেরকেই সমষ্টিগতভাবে বলা হয় বিশ্ব বাজার।
Definition in English:
“The entire world viewed as a large market.”- Steven J. Skinner & John M. Ivancevich
Use of the term in Sentences: