Definition (1):
একটি অন্য দেশে বা বিদেশে এক বা একাধিক ব্যবসায়িক কার্যক্রম ক্রয় করাকে Direct Ownership বা সরাসরি মালিকানা বলে।
Definition (2):
আন্তর্জাতিক ব্যবসায় যদি একটি ব্যবসা বিদেশে এক বা একাধিক ব্যবসায়িক কার্যক্রম ক্রয় করে তবে তাকে সরাসরি মালিকানা বলা হয়।
সরাসরি মালিকানায় উৎপাদন ব্যবস্থায়, গবেষণায়, মানব সম্পদে এবং বাজারজাতকরণ কার্যক্রমে একটি বড় বিনিয়োগের প্রয়োজন হয়। যেমন: জেনারেল ইলেক্ট্রিক হাঙ্গেরিতে ১২টি লাইট বাল্ব প্ল্যান্ট ক্রয় করার জন্য ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলো যা আগে হাঙ্গেরিয়ান সরকারের অধীনে ছিলো।
Definition in English:
“The purchase of one or more business operations in a foreign country.”- Steven J. Skinner & John M. Ivancevich
Use of the term in Sentences: