Definition (1):
দোকানের বাইরে যে খুচরা বিক্রয় ভোক্তাদের কাছে পণ্যসমূহকে পরিচিত করাতে নির্ব্যক্তিক মাধ্যম ব্যবহার করে, ভোক্তারা তারপর পণ্যসমূহ চিঠি, ফোন, বা কম্পিউটারের মাধ্যমে ক্রয় করে, তাকে Direct Marketing বা সরাসরি বাজারজাতকরণ বলা হয়।
Definition (2):
সরাসরি বাজারজাতকরণ হলো জনসাধারণের কাছে সরাসরি পণ্য বা সেবাসমূহ বিক্রয়ের ব্যবসা যেমন: খুচরা বিক্রেতাদের মাধ্যমে না করে চিঠির মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে বিক্রয় করা।
Definition (3):
প্রচারের একটি মাধ্যম যা নির্ধারিত গ্রাহকদের কাছে আপনার কোম্পানী, পণ্য বা সেবার সম্পর্কে তথ্যসমূহ বিপণনের কোন মধ্যস্থতাকারী ব্যক্তির সাহায্য ছাড়াই উপস্থাপন করে তাকে সরাসরি বাজারজাতকরণ বলে।
Definition in English:
“Non-store retailing that uses non-personal media to introduce products to consumers, who then purchase the products by mail, telephone, or computer.”
Use of the term in Sentences: