Definition (1):
যে পরিস্থিতিতে মানুষ বা ব্যবসাগুলো একই পণ্য বা সেবা বিক্রয়ের জন্য পরস্পরের সাথে প্রতিযোগিতা করে তাকে Direct Competition বা প্রত্যক্ষ প্রতিযোগিতা বলা হয়।
Definition (2):
প্রত্যক্ষ প্রতিযোগিতা, যা শ্রেণী বা ব্র্যান্ড প্রতিযোগিতা নামেও পরিচিত, বলতে এমন ঘটনাবিন্যাস বা পরিস্থিতিকে বোঝায় যেখানে একই কাজ সম্পাদনকারী পণ্যসমূহ পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে। অন্য ভাষায়, দুই বা ততোধিক কার্যত অভিন্ন পণ্য বা সেবাসমূহ যদি বিভিন্ন কোম্পানিসমূহ একই লক্ষ্য বাজারে একই গ্রাহকদের জন্য প্রদান করে তবে তাকে প্রত্যক্ষ প্রতিযোগিতা বলে।
Definition in English:
”the situation in which people or businesses are competing with each other to sell the same product or service.”
Use of the term in Sentences: